রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর মৌজায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭১ সালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য ও সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়। চলমান অবস্থায় সরকার বাহাুর বিদ্যালয়টির মান উন্নয়ন ও শিক্ষার মান অগ্রগতির ফলে ১৯৭৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রদান করেন। বিদ্যালয়টি বর্তমান, সুন্দর মনোরম পরিবেশ, খেলাধুলা উন্নত, কম্পিউটার, গ্রন্থাগার, তথ্য প্রযুক্তি ও ডিজিটালের মান অক্ষুন্ন রেখে উন্নত পাঠদান দিয়ে পরিচালিত হচেছ। |
১৯৭০ সালের শেষের দিকে অধ্যাপক আকবর আলী সাহেবের আহবানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং শিক্ষিক যুবকের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার আসল বিষয়বস্ত্ত ছিল কচুবাড়ীর ডাংগায় একটি হাই স্কুল প্রতিষ্ঠিত করা। সেই মর্মে জমি সংগ্রহ, গৃহ নির্মাণ, শিক্ষক নিয়োগ ইত্যাদি বিষয়ে বিসত্মারিত আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়। জমিদান করে মরহুম এরশাদ আলী, মরহুম নযেম উদ্দিন, মরহুম মহিউদ্দিন, আলহাজ্ব মঞ্জুর আলী। ১৯৭১ সাল হইতে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হয় এবং প্রধান শিক্ষক হিসেবে মোঃ আকবর আলী সাহেবকে দায়িত্ব প্রদান করা হয়। প্রধান শিক্ষক হিসাবে মোঃ আকবর আলী বিদ্যালয়টি ১৯৭৩ সালে মঞ্জুরী লাভ করে। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অতি সুনারে সহিত পরিচারিত হইয়া ১৯৯৪/১৯৯৫ ইং সালে নবম ও দশম শ্রেণী পর্যমত্ম সরকারী স্বীকৃতি লাভ করিয়া অদ্যাবধি সুনামের সহিত পরিচালিত হইয়া আসিতেছে। |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
মোঃ হেলাল হোসেন শাহ | 01731241710 | laldhighischool@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
শ্রেণী | মোট |
৬ষ্ঠ শ্রেণী | ৭১ জন |
৭ম শ্রেণী | ৮২ জন |
৮ম শ্রেণী | ৭৩ জন |
৯ম শ্রেণী | ৩৫ জন |
১০ম শ্রেণী | ১৯ জন |
১। | জনাব মোঃ মেনহাজুল হক | সমাজ সেবক | সভাপতি |
২। | জনাব মোঃ আব্দুল হাই | অভিভাবক | সদস্য |
৩। | জনাব মোঃ আমিনুল হক | অভিভাবক | সদস্য |
৪। | জনাব মোঃ জাবেদ আলী | অভিভাবক | সদস্য |
৫। | জনাব মোঃ শফিউল ইসলাম | অভিভাবক | সদস্য |
৬। | জনাব মোছাঃ ফরিদা ইয়াছমিন | মহিলা অভিভাবক | সদস্য |
৭। | জনাব মোঃ ইলিয়াছ আলী | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
৮। | জনাব মোঃ মাহাফুজার রহমান | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
৯। | প্রধান শিক্ষক, লালবাড়ী উচ্চ বিদ্যালয় | পদাধিকার বলে | সম্পাদক |
বিগত ৫ বছরের সমাপনী/ : | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০১০ ইং | - | - | ৬১% | |
২০১১ ইং | - | - | ৭৫% |
পাবলিক পরীক্ষার ফলাফল : | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ ইং | - | - | ৬৪.৭০% | |
২০১০ ইং | - | - | ৮৬.৬৬% | |
২০০১১ ইং | - | - | ৩৬.৬৬% |
সাল | ধরণ | সংখ্যা |
২০১১ইং | সাধারণ | ১ |
বিগত চল্লিশ বছর ধরে নিয়মিত ভাবে অত্র এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। |
ভবিষ্যতে মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণ সহ গুণগত মান উন্নয়ন। |
01731241710 |