জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। আমরা জানি যে, তথ্য সামাজিক সম্পদ। দেশের জনগণকে যত বেশী তথ্য সেবা দেয়া যাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ক্ষমতা তত বাড়বে। তথ্য প্রযুক্তির এ অপার সম্ভাবনাকে স্বীকার করে বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে ২০২১ সনের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঘোষণা করেছেন রূপকল্প-২০২১।
রূপকল্প-২০২১ বাস্তবায়নের প্রধান ও প্রথম লক্ষ্য হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠন। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজের সকল মানুষের ক্ষমতায়ন ও উন্নয়নের নিমিত্ত তথ্য প্রযুক্তি নির্ভর ই-সেবা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে ২০১০ সনের ১৪ নভেম্বর সারা দেশের মত রংপুর জেলা ই-সেবা কেন্দ্র চালু করা হয়েছে।জেলা ই-সেবাকেন্দ্র চালুর উদ্দেশ্য হলো অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। জেলা ই-সেবা কেন্দ্রের মাধ্যমে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখার কার্যাবলী ও সেবাসমূহের সার-সংক্ষেপ ডিসপ্লে বোর্ডে প্রদর্শন করা হচ্ছে। সনাতন পদ্ধতিতে অফিস ব্যবস্থাপনা পরিচালনা করায় জনগণকে তড়িৎ গতিতে সেবা প্রদান সম্ভব হতো না। বর্তমানে জেলা ই-সেবা কেন্দ্র হওয়ায় জনগণ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ই-সেবা কেন্দ্রের কাউন্টারে, ডাকযোগে, জেলা তথ্য বাতায়ন, উপজেলা ই-সেবা কাউন্টার, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে জমির পর্চা উত্তোলনের আবেদনসহ সকল প্রকার সেবার জন্য আবেদন করতে পারছেন। আবেদনের বিপরীতে সেবা/প্রতিকার প্রদানের সম্ভাব্য তারিখসহ গ্রহণ রশিদ প্রদান করা হচ্ছে। ফলে অর্থ, সময় ও শ্রম ব্যয় না করেই স্বল্প সময়ের মধ্যে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। সনাতন পদ্ধতির পরিবর্তে অন-লাইন পদ্ধতিতে নথি ব্যবস্থাপনা পরিচালনা করায় দাপ্তরিক কাজে গতিশীলতা সৃষ্টি এবং সেবা প্রদানে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের মাঠ পর্যায়ের যাবতীয় জনকল্যাণমূখী ও উন্নয়নমূখী কর্মসূচি জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত গতিতে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।এছাড়াও দ্রুততম সময়ে, সহজে এবং হয়রানিমুক্ত মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের ১৪-ই মে ফ্রন্টডেস্ক এর উদ্বোধন করা হয়েছে। এ কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীদের যেকোন দাপ্তরিক সাহায্য প্রদানের জন্য এই ফ্রন্টডেস্কটি স্থাপন করা হয়েছে।
এই ওয়েবসাইটটির মাধ্যমে নিম্নোক্ত তথ্যাদি জানাও সম্ভব হবেঃ
০ জেলা প্রশাসন,জেলার বিভিন্ন বিভাগ ও সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কিত তথ্যাদি
০ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকান্ড সম্পর্কিত যাবতীয় তথ্যাদি
০ বিভিন্ন টেন্ডার ও ইজারা বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্যাদি
০ জলমহাল, বালুমহাল, পাথরমহাল ও অন্যান্য সায়রাত মহাল সম্পর্কিত যাবতীয় তথ্যাদি।
০ জেলার বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি
০ উপজেলা প্রশাসনসহ জেলার অন্যান্য বিভিন্ন বিভাগের সাথে সংযোগ
০ রংপুর জেলার পর্যটন স্পট সম্পর্কিত যাবতীয় তথ্যাদি
০ সার বিতরণ ও খাদ্যশষ্য সংগ্রহ পরিস্থিতি শুরু করে কৃষি বিষয়ক যাবতীয় তথ্যাদি
ওয়েবসাইটটিকে অধিকতর জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখি করার স্বার্থে যে কোন মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। আশা করি এ ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা আরো বেগবান হবে। শুভ কামনায়...
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)