Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

টেবিল টেনিস সংস্থা

রংপুর টেবিল টেনিস সংসহা ১৯৬০ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠিত। বেসরকারিপর্যায়ে দেশের একটি ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান। জেলা প্রশাসক,রংপুর পদাধিকারবলে এই প্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্টাকাল থেকে দেশে টেবিল টেনিস খেলার উন্নয়নে এই  সংসহার আয়োজনে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের খেলোয়াড়বৃন্দ অংশ নেয়। এই সংসহার সদস্য খেলোয়াড় কামরুন নাহার ডানা এবং আরো কয়েকজন জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে।

কার্যাবলীঃ নিয়মিত টেবিল টেনিস প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ।

সাংগঠনিক কাঠামোঃ  জেলা প্রশাসক,রংপুর পদাধিকার বলে সভাপতি এবং আলহাজ্ব রেজাউল হক বাটুল, সদস্য সচিব সহ ২৯ জন সদস্যের আহবায়ক কমিটি কার্যক্রম  পরিচালনা করছে।

তথ্য প্রদানকারী কর্মকর্তাঃ  মোঃ রেজাউল হক বাটুল,সদস্য-সচিব। মোবাইল: ০১৭২০৪৩৭৬১৬

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)