Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

বাংলাদেশ স্কাউটস, রংপুর

 

বাংলাদেশ স্কাউটস

বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর অধীনস্ত একটি স্বেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক, শিক্ষামুলক আন্দোলন।বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা, জেলা পর্যায়ে সকল স্কাউটিং প্রোগ্রাম ও প্রশিক্ষণ বাস্তবায়ন করে।উপজেলা স্কাউটের কার্যক্রম তদারকি করে।বিদ্যালয়ের স্কাউট ফি আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান থেকে এর ব্যয় নির্বাহ হয়।
সহকারী পরিচালকের কার্যালয়ঃ
বাংলাদেশ স্কাউটসের একজন সার্বক্ষনিক কর্মকর্তা বিশেষজ্ঞ কর্মকর্তা হিসেবে রংপুর ও গাইবান্ধা জেলার দায়িত্ব পালন করেন। জেলা স্কাউট ভবন এই তার কার্যালয় অবস্থিত।

সেবা সমূহ

*নতুন স্কাউট দল খোলা
*স্কাউটিং সংক্রান্ত বই, ব্যাজ সহ যাবতীয় সামগ্রী
*স্কাউটিং সংক্রান্ত যাবতীয় তথ্য
*স্কাউট প্রোগ্রাম ও প্রশিক্ষণ বিষয়ক তথ্য
*প্রেসিডেন্ট’স স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিষয়ক তথ্য ও সহায়তা
*এডাল্ড লিডারদের অ্যাওয়ার্ড সুপারিশ প্রেরণসহ স্কাউটিং সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়

সিটিজেন চার্টার

স্কাউটিং সংক্রান্ত সকল সেবা বিনা পয়সায় দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

ক্লাবিং সম্প্রসারন প্রকল্প
হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট থ্রু স্কাউটিং প্রকল্প (বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ স্কাউটসের
প্রকল্পসমূহ জেলা পর্যায়েও বাস্তবায়িত হয়)।

নির্বাহী কমিটি

১)সভাপতি-জেলা প্রশাসক(পদাধিকার বলে)
২)সহ-সভাপতি নির্বাচিত(অনধিক পাঁচ)
৩)জেলা কমিশনার
৪)কোষাধ্যক্ষ
৫)সহকারী জেলা কমিশনার (অনধিক সাত)
৬)সম্পাদক
৭)যুগ্ম সম্পাদক(এক জন)
৮)জেলা শিক্ষা অফিসার

৯)জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
১০)এলাকার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা
১১)উপজেলা নির্বাহী কর্মকর্তা(সকল উপজেলা)
১২)উপজেলা কমিশনারগণ
১৩)জেলা স্কাউট লিডার ও জেলা কাব লিডার
১৪)জেলার লিডার ট্রেইনার ও সহকারী লিডার ট্রেইনারগণ
১৫)সহযোজিত সদস্য(দুই জন)
১৬)সংশ্লিষ্ট রোভার জেল কমিশনার ও সম্পাদক(পদাধিকার বলে)

জেলা স্কাউটস কর্মকর্তাবৃন্দ

জনাব মোঃ আব্দুস সোবাহান কোষাধ্যক্ষ
বাংলাদেশ স্কাউটস,রংপুর জেলা।
মোবাঃ ০১৭১৬৯১১৪৬৩

 

জনাব মাহবুবুল আলম প্রামানিক এল,টি সম্পাদক
বাংলাদেশ স্কাউটস,রংপুর জেলা।
মোবাঃ ০১৭১৮৯৭১১০৬

সার্বক্ষনিক কর্মকর্তা

মোঃ লিয়াকত হোসেন
সহকারী পরিচালক,রংপুর বাংলাদেশ স্কাউটস।
দায়িত্বপ্রাপ্ত জেলাঃ রংপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম ও লালমনিরহাট
মোবাঃ ০১১৯৮-১৪৮৮৫৬,০১৬৭৫৬৩২১৭১

কর্মচারীবৃন্দ

সোহেল রানা
অফিস সহকারী
বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলা।
মোবাঃ ০১৮১৮৬৩৫১৫৩

যোগাযোগ

ঠিকানাঃ জেলা স্কাউট ভবন
জেলা স্কুল সংলগ্ন,কাচারী বাজার,রংপুর।
ফোনঃ ০৫২১-৬৭৭১৪
Email: rangpurdistrictscout@gmail.com,leakotbs@gmail.com

 

ছবি