Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
ভিন্নজগত

ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাস বহুল এসি ও নন এসি বাস রয়েছে। এসব বাসের ভাড়া ৫শ’ টাকা থেকে ১২০০  টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৯টায় রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। রংপুরে ট্রেন ভাড়া ২শ’ থেকে ৯শ’ টাকা। ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা। ট্রেনে লাগবে ৮ থেকে ৯ ঘণ্টা। রংপুর থেকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে প্রাইভেটকারের ভাড়া ৪শ’ থেকে ৫শ’ টাকা এবং মাইক্রোবাসের ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়া সৈয়দপুর দিনাজপুরের গাড়িতে চড়েও ভিন্নজগতে যাওয়া যায়। সেক্ষেত্রে নামতে হবে রংপুরের পাগলাপীর বাসস্ট্যান্ডে। এছাড়া রংপুর থেকে জলঢাকাগামী গাড়িতে ভিন্নজগতে যেতে পারবেন। সেখান থেকে ১শ’ থেকে দেড়শ’ টাকায় ব্যাটারি চালিত ইজিবাইকে করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাওয়া যায় ভিন্নজগতে।

হাতী বান্ধা মাজার শরীফ

সড়ক পথে যে কোন যানবাহনে রামনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে যাওয়া যায়। ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ৩ কিঃ মিঃ দূরে অবস্থিত।

তাজহাট জমিদার বাড়ি

ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সবচেয়ে ভালো পরিবহন হলো গ্রীন লাইন এবং টি আর ট্রাভেলস। এছাড়া এ রুটে আগমনী পরিবহন, এস আর, শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের সাধারণ বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস। রংপুরে ভালো হোটেলের মধ্যে রয়েছে হোটেল শাহ আমানত (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল গোল্ডেন টাওয়ার (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল দি পার্ক (জাহাজ কোম্পানীর মোড়), হোটেল তিলোত্তমা (থানা রোড), হোটেল বিজয় (জেল রোড), আরডিআরএস (জেল রোড)।

কেরামতিয়া মসজিদ ও মাজার

ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাস বহুল এসি ও নন এসি বাস রয়েছে। এসব বাসের ভাড়া ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৯টায় রংপুরের উদ্দেশে ছেড়ে আসে। রংপুরে ট্রেন ভাড়া ২শ’ থেকে ৭শ’ টাকা। ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা। ট্রেনে লাগবে ৮ থেকে ৯ ঘণ্টা। রংপুর থেকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে প্রাইভেটকারের ভাড়া ৪শ’ থেকে ৫শ’ টাকা এবং মাইক্রোবাসের ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা।

চিকলির বিল

ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য আগমনী পরিবহন, এস আর,নাবিল, গ্রীন লাইন , টি আর ট্রাভেলস , শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের  বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস।

টাউন হল

ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য আগমনী পরিবহন, এস আর,  নাবিল।গ্রীন লাইন , টি আর ট্রাভেলস শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস।

শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

রংপুর চিড়িয়াখানা

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

মিঠাপুকুর তিন কাতারের মসজিদ

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১০ ইটাকুমারী জমিদারবাড়ি

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১১ রংপুর কারমাইকেল কলেজ

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১২ দেওয়ানবাড়ির জমিদারবাড়ি

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১৩ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১৪ ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১৫ আনন্দ নগর

বগুড়া রংপুর মহাসড়ক হতে পীরগঞ্জ উপজেলার ভিতর দিয়ে মদনখালী ইউনিয়ন পরিষদের সামন দিয়ে সড়ক পথে বাস যোগে যাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ।

১৬ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়নের বিশ্বরোড সংলগ্ন ড. ওয়াজেদ মিয়ার তোরণ

ড. ওয়াজেদ মিয়ার সমাধিস্থানঃ উল্লেখিত স্থানটি পীরগঞ্জ থানা/ উপজেলা সদর থেকে ০৪ কিঃ মিঃ উত্তর-পূর্ব কোনে রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গ্রাম ফতেপুরে অবস্থিত। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিঞার সমাধি রয়েছে। তাঁর জন্মস্থানও এই ফতেপুর মিঞা পরিবারে।

১৭ দক্ষিন মমিনপুর জহুরিয়া বুড়া মসজিদ

রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিম দিকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে রংপু্র জেলার সদর উপজেলাধীন  ০১ নং মমিনপুর ইউনিয়নের  দক্ষিন মমিনপুর মৌজায় মিলের পাড় নাম স্থানে মসজিদটি অবস্থিত। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বদরগঞ্জ গামী রাস্তা দিয়ে বাসে, রিকশা ও ভ্যানে করে সোজা পশ্চিম দিকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে মিলেরপাড় নাম স্থানে আসতে হবে।

১৮ লাহিড়ীরহাট বধ্যভূমি

রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিমদিকে আনুমানিক ৯.০০ কিলোমিটার দূরে  রংপুর জেলার সদর উপজেলাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর মৌজার লাহিড়ীহাট নামক স্থানে অবস্থিত। রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পার্বতীপুরগামী রাস্তা দিয়ে বাসে বা রিক্সা/ভ্যানে করে সোজা পশিম দিকে  আনুমানিক ৯.০০ কিঃ মিঃ দূরে লাহিড়ীহাট নামক স্থানে আসতে হবে। 

১৯ সাহাবাজপুর বৌদ্ধনাথের ধাম (শিবমন্দির)

রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিমদিকে আনুমানিক ১০.০০ কিলোমিটার দূরে  রংপুর জেলার সদর উপজেলাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর মৌজায় অবস্থিত। রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পার্বতীপুরগামী রাস্তা দিয়ে বাসে বা রিক্সা/ভ্যানে করে সোজা পশিম দিকে  আনুমানিক ১০.০০ কিঃ মিঃ দূরে সাহাবাজপুর (বালা পাড়া) নামক গ্রামে আসতে হবে।

২০ খান চৌধুরী মসজিদ

রংপুর সদর উপজেলা থেকে অটো রিক্সা ভ্যান যোগে রংপুর দর্শনা মোড় হয়ে ১০ কিমি পশ্চিম দিকে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কেরানীপাড়া নামক স্থানে আসতে হবে।

সর্বমোট তথ্য: ৪২