Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা

রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা

স্টেডিয়াম ভবন

রংপুর

 

রংপুর জেলার মহিলা ক্রীড়া সংস্থার অস্থায়ী কার্যালয় ষ্টেডিয়াম ভবনের ২য় তলায় অবস্থিত। 

রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য:

  1. রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায় হতে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে মেয়েদের খেলাধুলার সম্প্রসারন,মানোয়ন্নয়ন,বিকেন্দ্রীকরন এবং আপামর মহিলা ক্রীড়াবিদদের ও মহিলা ক্রীড়ামোদিদের মধ্যে, ক্রীড়া সচেতনতা, সৃষ্টি ক্রীড়া মনস্ক চরিত্র গঠনে অগ্রনী ভূমিকা পালন করা। 
  2. মহিলা খেলোয়াড়দের উৎসাহ প্রদান।
  3. সকল প্রকার খেলায় ( ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, বাস্কেট বল, হাডুডু, টেনিস) প্রশিক্ষণ প্রদান ও টুর্ণামেন্ট আয়োজন  করা এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ।
  4. খেলায় আঘাত প্রাপ্ত দুঃসহ খেলোয়াড়দের সহযোগিতা প্রদান।
  5. বিভিন্ন জাতীয় দিবস সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ।

কার্যক্রম:

রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা প্রশিক্ষন কার্যক্রম, প্রতিযোগীতায় অংশগ্রহণ জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া অলিম্পিক,বাংলাদেশ গেমসসহ নানা ধরনের খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে আসছে। 

২০১২ সালে রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা জাতীয় পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি

 

ক্র: নং

 নাম

পদবি

১।

জেলা প্রশাসক পত্নী 

সভাপতি

২।

পুলিশ সুপার পত্নী 

সহ:সভাপতি

৩।

 অতি: জেলা প্রশাসক পত্নী 

সহ:সভাপতি

৪।

বেগম মরিয়ম হোসেন

সহ:সভাপতি

৫।

এ্যাড: হোসনে আরা লুৎফা ডালিয়া

সহ:সভাপতি

৬।

এ্যাড চায়্না চৌধুরী

সাধারন সম্পাদক

৭।

বেগম নাজনীন রহমান

যুগ্ম সম্পাদক

৮।

বেগম দিলরুবা শাহাদাৎ

কোষাধ্যক্ষ

৯।

বেগম শামীমা জামান

সদস্য

১০।

বেগম রাকিবা নাসরীন

সদস্য

১১।

বেগম খুরশিদ জাহান

সদস্য

১২।

বেগম পেরিন আফরোজ বেবী

সদস্য

১৩।

বেগম হালিমা

সদস্য

১৪।

বেগম খাদিজা বসুনিয়া মলি

সদস্য

১৫।

বেগম তসলিমা আক্তার

সদস্য

১৬।

বেগম আয়শা সিদ্দিকা

সদস্য

১৭।

বেগম সানজিদা পারভীন মৌসুমী

সদস্য

১৮

বেগম রোখসানা শামীম।

সদস্য

যোগাযোগঃ অফিস সহকারী

মহিলা ক্রীড়া সংস্থা

মোবাইল-০১৭৬৭০৩৯৩৫৫

 

ফটোগ্যালারী

মহিলা ক্রীড়া সংস্থার ফটো গ্যালারী