Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রংপুর দাতব্য চক্ষু হাসপাতাল

প্রতিষ্ঠকালঃ   ৫ সেপ্টেম্বর ১৯৮০ ইং

রংপুর দাতব্য চক্ষু হাসপাতাল রংপুর জেলা জেলা প্রশাসন পরিচালিত একটি দাতব্য চিকিৎসালয়। ১৯৮০ সালের ৫ সেপ্টেম্বর রংপুর জেলার তৎকালীন জেলা প্রশাসক জনাব মাহে আলম এ হাসপাতালের উদ্বোধন করেন। জেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশের একমাত্র দাতব্য চক্ষু  হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে অনেক সমস্যার মুখোমুখি হয় এবং মাঝখানে বেশ কিছুদিন এর কার্যক্রম বন্ধ থাকে। জনাব ফরিদ আহাম্মদ রংপুর  জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর এটিকে সক্রিয় করার কাজে হাত দেন। এরপর থেকে এটি স্বল্প পরিসরে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বর্তমান জেলা প্রশাসন এটিকে কার্যকর করার জন্য আরও নানামূখী পদক্ষেপ গ্রহণ করছে। অচিরেই এটি  চক্ষু চিকিৎসা সেবার ক্ষেত্রে রংপুরের অন্যতম চিকিৎসালয় হিসেবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। 

 

অবস্থানঃ রংপুর পৌরসভার অর্ন্তগত সেনপাড়া রোড,ওয়ার্ড নং- ৬

তফশীলঃ জেলা: রংপুর, থানা: কোতয়ালী, মৌজা: রাধাবল্লভ, জমি-০.৩১ একর।

অবকাঠামোঃ টিনসেড বিশিষ্ট একটি পুরাতন পাকা দালান ভবনে রংপুর দাতব্য চক্ষু হাসপাতাল এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কক্ষ সংখ্যা-১৬টি।

প্রতিষ্ঠা সভাপতিঃ জনাব মাহে আলম, জেলা প্রশাসক, রংপুর।

বর্তমান কার্যনির্বাহী কমিটিঃ

১।

জেলা প্রশাসক, রংপুর

সভাপতি

২।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক

সদস্য সচিব

৩।

সিভিল সার্জন,রংপুর

সদস্য

৪।

নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ,রংপুর

সদস্য

৫।

নির্বাহী প্রকৌশলী,এলজিইডি,রংপুর

সদস্য

৬।

সচিব, জেলা পরিষদ,রংপুর

সদস্য

৭।

মেয়র, রংপুর সিটি কর্পোরেশন

সদস্য

৮।

উপজেলা নির্বাহী অফিসার,সদর,রংপুর

সদস্য

৯।

নেজারত ডেপুটি কালেক্টর,রংপুর

সদস্য

১০।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা,রংপুর

সদস্য

১১।

জেলা সমবায় অফিসার,রংপুর

সদস্য

১২।

সভাপতি, লায়ন্স ক্লাব,রংপুর

সদস্য

১৩।

সভাপতি,রোটারী ক্লাব,রংপুর

সদস্য

১৪।

জনাব এস.এম.আব্বাছ আলী

সদস্য

১৫।

চক্ষু বিভাগ প্রধান,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

সদস্য

১৬

জনাব আতিয়ার রহমান (মনু)

সদস্য

১৭।

জনাব শাহাদাৎ হোসেন, ভিআইপি

সদস্য

১৮।

সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রংপুর

সদস্য

১৯।

সভাপতি মটর মালিক সমিতি,রংপুর

সদস্য

২০।

সভাপতি, রংপুর জেলা দোকান মালিক সমিতি,রংপুর

সদস্য

আজীবন সদস্যগণের নামঃ

১। জনাব এস.এম আব্বাস আলী।

২। আলহাজ্ব সফিউল হারুন।

৩। জনাব মোঃ নাফিস আহমেদ।

৪।  জনাব মোঃ আরমান।

৫। জনাব মোঃ আলমগীর।

৬। আলহাজ্ব শেখ লুৎফর রহমান (লুতু)

৭। আলহাজ্ব আব্দুল কাদের।

৮। ডাঃ মোঃ মোখলেছুর রহমান।

৯। আলহাজ্ব মোঃ কবির হোসেন।

১০। জনাব মোঃ নুরুল ইসলাম।

টেলিফোন নম্বর : ৬২৫০৯।

 

পূর্বে জনবলঃ

১। খন্ডকালীন ডাক্তার ০২ জন

২। প্রশাসনিক কর্মকর্তা ০১ জন।                

৩। অফিস সহকারী  ০১  জন।                

৪। সেবক/সেবিকা  ০২ জন।                  

৫। আয়া  ০২ জন।                           

৬। ওয়ার্ড বয় ০৩ জন।                      

৭।  সুইপার/ঝাড়ুদার ০৩ জন।              

৮। বাবুর্চী  ০১ জন।                       

যোগাযোগ:

সদস্য সচিব: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)