কোম্পানীর শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধিকৃত বাংলায় প্রশাসনিক কাজে নিযুক্ত সিভিল কর্মকর্তা ও ব্যবসা-বাণিজ্যর কারণে বসবাসরত শ্বেতাঙ্গরা বাংলার যে যে স্থানে কেন্দ্রীভূত হয়ে অবস্থানপূর্বক স্ব-স্ব দায়িত্ব পালন করতেন বা ব্যবসা বানিজ্য পরিচালনা করতেন, সে স্থানকে বলা হতো ‘স্টেশন’। তৎকালে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ‘স্টেশন’ ছিল রংপুর। দুরুহ যোগাযোগ ব্যবস্থা ও কর্মস্থলে বাসোপযোগী আবাসস্থলের সংকটের কারণে ইংরেজদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে বসবাস করার উপায় ছিল না। তাই বাধ্য হয়ে স্বেতাঙ্গরা কর্মস্থলে বাস করলেও স্ত্রী-পরিজনকে তারা কলকাতায় রাখতেন। তাদের জন্য এটি ছিল ভীষণ দুর্বিসহ এক জীবন। তাই নিঃসঙ্গতা ও সামাজিক বিচ্ছিন্নতার কষ্ট দূর করার জন্য স্ব-স্ব কর্মস্থলে বা স্টেশনে খেলাধুলা, নাচগান, পানভোজন ইত্যাদি প্রক্রিয়ায় চিত্তবিনোদনের জন্য সংগঠন গড়ে তুলতেন। সেগুলোকে বলা হতো ‘স্টেশন ক্লাব’।
রংপুর জেলার স্টেশন ক্লাবটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি জেলা প্রশাসনের নেতৃত্বে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিগত দিনে ভূমিকা রেখেছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিয়মিত কোনও কমিটি নেই। নিম্নোক্ত এডহক কমিটির মাধ্যমে স্টেশন ক্লাবের বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে।
সহ-সভাপতি |
|
সদস্য |
|
সদস্য |
|
সদস্য |
|
সদস্য |
এ. এফ. এম আনিসুর রহমান (বাবু) |
সদস্য |
এ এস এম হাবিবুর রহমান |
সদস্য |
সহকারী জেলা অ্যাডজুটেন্ট (অব:), আনসার/ ভিডিপি |
সদস্য |
|
সাধারণ সম্পাদক |
যোগাযোগ:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোবাইল: ০১৭০৮৫০৯৩০৭
ফোন: ০২৫৮৯৯৬১০৪৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস