জেলা ক্রীড়া সংস্থার রংপুর এর পরিচতি
১। সংস্থার নাম : জেলা ক্রীড়া সংস্থা, রংপুর।
২। ঠিকানা : রংপুর ষ্টেডিয়াম ভবন, ডাকঘর- রংপুর, উপজেলা- রংপুর সদর, জেলা- রংপুর।
৩। সংস্থার প্রতিষ্ঠাকাল : ১৯৫৪ সাল।
৪। সংস্থার কার্য এলাকা : সমগ্র রংপুর জেলা।
৫। কেন্দ্রীয় সংস্থার নাম : বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা।
৬। সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা : ২৭ জন।
৭। বর্তমানে কার্যনিবাহী পরিষদের ধরণ : নির্বাচিত।
৮। সংস্থার উদ্দেশ্য
· জেলাব্যাপী খেলাধুলার উন্নয়ন প্রসার এবং সমন্বয় সাধন করা।
· উপজেলা ক্রীড়া সংস্থা সমূহের অন্তভূক্তি মঞ্জুরী করন।
· খেলাধুলার প্রশিক্ষনের পরিকল্পনা ও কর্মসূচী প্রনয়ন করা।
· খেলাধুলার মান উন্নীত করণ।
· জেলা পর্যায়ে বিভিন্ন খেলায় আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও সংগঠন।
· জেলা ক্রীড়াদল সমূহের জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের ব্যবস্থা করা।
· জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহিত আলোচনাক্রমে ফেডারেশনের বিধিমালা অনুযায়ী এবং তাহাদের তত্ত্বাবধানে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠান।
· প্রখ্যাত অথচ দরিদ্র ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের অথবা তাহাদের পরিবারের কল্যানের ব্যবস্থা করা।
· অন্তভূক্তি ক্রীড়া সমিতি/সংস্থাকে আর্থিক এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করা।
· জেলা পর্যায়ে ক্রীড়া বিষয়ক সম্মেলন ও আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা।
· জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম ও খেলাধুলার আয়োজনে সহায়তা করা এবং প্রয়োজনে পরামর্শ দান ও তত্ত্বাবধান করা।
· জাতীয় ক্রীড়া নীতির আলোকে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা।
৯। কার্যনির্বাহী পরিষদের গঠন প্রণালী নির্বাচন ও সভাঃ
গঠনতন্ত্রের ১৭ (খ) নং অনুচ্ছেদ অনুসারে সংস্থার কার্যনির্বাহী পরিষদের গঠন প্রনালী নিম্নরুপঃ
ক) উপদেষ্টা : ১ জন, পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান।
খ) সভাপতি : ১ জন, পদাধিকার বলে জেলা প্রশাসক।
গ) সহ-সভাপতি : ৫ জন, ১। পদাধিকার বলে পুলিশ সুপার।
২। অতিঃ জেলা প্রশাসক (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত)
৩। নির্বাচিত প্রতিনিধি ৩ জন।
ঘ) সাধারণ সম্পাদক : ১ জন নির্বাচিত।
ঙ) সহ- সাধারণ সম্পাদক : ১ জন নির্বাচিত।
চ) যুগ্ম সম্পাদক : ২ জন নির্বাচিত।
ছ) কোষাধ্যক্ষ : ১ জন নির্বাচিত।
জ) সদস্য : ১৬ জন নির্বাচিত। (সাধারন সম্পাদক মনোনীত মহিলা ২ জন ও
উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ২ জন এবং নির্বাচিত ১২ জন।
মোটঃ ২৮ জন। (উপদেষ্টা ব্যতিত ২৭ জন)।
সংস্থার আয়ের উৎসঃ
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন হতে প্রাপ্ত আর্থিক সহযোগিতাই সংস্থার প্রধান আয়ের উৎস। তবে মাঠ ভাড়া থেকেও নিজস্ব কিছু আয়ও হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ ষ্টেডিয়ামের প্রশাসনকি ব্যয় ও রক্ষণা-বেক্ষণ এর নিমিত্তে বার্ষিক নির্দিষ্ট হারে অর্থ সহায়তা দিয়ে থাকে। বিভিন্ন ফেডারেশন হতে সময়ে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট ক্রীড়ানুষ্ঠানের জন্য বরাদ্দ ও অধিকাংশ ক্ষেত্রেই তা আদিষ্ট ক্রীড়া অনুষ্ঠান খাতে ব্যয় করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস