Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খান চৌধুরী মসজিদ
স্থান

সদর উপজেলা

সদ্যপুস্করনী ইউপি

কিভাবে যাওয়া যায়

রংপুর সদর উপজেলা থেকে অটো রিক্সা ভ্যান যোগে রংপুর দর্শনা মোড় হয়ে ১০ কিমি পশ্চিম দিকে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কেরানীপাড়া নামক স্থানে আসতে হবে।

বিস্তারিত

এই মসজিদ ১২২৮ হিজরীতে তৎকালীন জমিদার বকশা সর্দার নির্মান করেন। মসজিদটির মূল স্থাপনা ২.৫ শতাংশ জমির উপর নির্মিত  এবং বর্ধিত অংশ সহ মোট জমির পরিমান ৪০ শতাংশ। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট এবং সামনে গেটে ১টি ছোট গম্বুজ রয়েছে। বর্ধিত অংশ সহ মসজিদটিতে ৩৫০ জন মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারে।