রংপুর শহরের পাশেই রয়েছে সুন্দর একটি ভ্রমণ জায়গা চিকলির বিল।
ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য আগমনী পরিবহন, এস আর,নাবিল, গ্রীন লাইন , টি আর ট্রাভেলস , শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস।
0
সংক্ষিপ্ত বর্ণনা:
রংপুর শহরের পাশেই রয়েছে সুন্দর একটি ভ্রমণ জায়গা চিকলির বিল। নানা পাখির কলকাকলিতে মুখর থাকে এ বিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস