রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলায় অবস্থিত
রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।
0
সংক্ষিপ্ত বর্ণনা:
বাংলা সাহিত্যের সমৃদ্ধ যুগ হচ্ছে মধ্যযুগ। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা গ্রামে ১৬৯৩-এ কবি হেয়াত মামুদ জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম কবির মামুদ।কবির বংশগত উপাধি শাহ হলেও কাজীর পদ লাভ করার জন্য তাঁকে কাজী বলা হতো। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: জঙ্গনামা,সর্বভেদ বাণী, হিতজ্ঞান বাণী, আম্বিয়া বাণী ইত্যাদি।১৭৬০ খ্রিস্টাব্দে মধ্যযুগের কাব্যধারার শেষ প্রতিনিধি এ মহান কবি মৃত্যুবরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস