মিঠাপুকুর উপজেলা
উপজেলা পরিষদ হতে ০.৫ কিঃ মিঃ দূরে অবস্থিত।
মসজিদটি আয়তাকার তিনটি গোলাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত। উৎকীর্ণ লিপি পাঠাদ্ধার হতে জানা যায় যে, হিজরী ১২২৬ মোতাবেক বঙ্গাব্দ ১২১৭ শুক্রবার এবং খ্রিঃ ১৮১১ সাল জনৈক শেখ মোয়াজ্জম এর প্র-পুত্র শেখ মুহাম্মদ আসিন পিতা শেখ সাবির কর্তৃক এ মসজিদটি নির্মিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস