সদর উপজেলা
চন্দনপাট ইউপি
রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোজা পশ্চিমদিকে আনুমানিক ১০.০০ কিলোমিটার দূরে রংপুর জেলার সদর উপজেলাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর মৌজায় অবস্থিত। রংপুর জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পার্বতীপুরগামী রাস্তা দিয়ে বাসে বা রিক্সা/ভ্যানে করে সোজা পশিম দিকে আনুমানিক ১০.০০ কিঃ মিঃ দূরে সাহাবাজপুর (বালা পাড়া) নামক গ্রামে আসতে হবে।
আনুমানিক একশত বছর পূর্বে জনৈক উমাকান্ত বৈরাগী এই শিবমন্দির প্রতিষ্ঠা করেন। উমাকান্ত বৈরাগীর পূত্র ডাঃ মনোজ গীতার্জ (এম.বি) ইংরেজী ১৯৪০ সালে এই মন্দিরটি পাকা করেন যাহা এখনও হিন্দু ধর্মবলম্বীদের জন্য একটি তীর্থস্থান হিসাবে পরিচিত। এখানে প্রতিবছর বাংলা সনের বৈশাখ মাসের শেষ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সমাগম হয়ে থাকে। এই উপলক্ষ্যে এখানে গ্রামীণ মেলাও বসে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস