Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেভিনিউ মুন্সিখানা শাখা, রংপুর
Details

রেভিনিউ মুন্সিখানা শাখা, রংপুর


Citizen Service

 

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

মন্তব্য

বিজ্ঞ জিপি ও এজিপিদের সম্মানী বিল যাচাই করণ

প্রাপ্ত বিল নিষ্পত্তি ও নথির সাথে যাচাই পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নেজারত শাখায় প্রেরণ করা হয়।

 

১৫ কার্য দিবস

বিলম্ব বা অন্য কোন সমস্যা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আর,এম শাখা/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রংপুর এর সাথে যোগাযোগ করে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হয়।

কোন ফি প্রয়োজন হয় না।

রীট পিটিশন মামলা

রীট পিটিশন মামলার আরজির পাওয়ার ০৫(পাঁচ) দিনের মধ্যে এস,এফ প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সংস্থা/বিভাগ বরাবরে আরজির কপি প্রেরণ করা হয় এবং এস,এফ প্রাপ্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে সলিসিটর উইং বরাবরে প্রেরণ করা হয়।

 

 

২৫ কার্য দিবস

 

 

 

 

সিভিল রিভিশন মামলা

বিজ্ঞ সরকারি কৌঁসুলীর পরামর্শ মোতাবেক সিভিল রিভিশন মামলা দায়েরের জন্য সিনিয়র সহকারী সচিব/ এ্যাটনী জেনারেল বরাবরে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হয়।

 

 

রায় প্রাপ্তির এক মাসের মধ্যে।

যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক বিষয়টি নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

স্বত্ব মামলা

মামলার আরজি ও নোটিশ পাওয়ার পর বিজ্ঞ সরকারি কৌঁসুলীর নিকট প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট অফিস হতে প্রাপ্ত কাগজপত্রের ভিত্তিতে বিজ্ঞ সারকারি কৌঁসুলী কর্তৃক জবাব প্রস্তুত করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়।

 

 

০১(এক) মাস

 

 

 

 

ক) বাজে আপীল মামলা

খ) অর্থ ঋণ আদালতের মামলা

গ) বাজে মামলা

সরকারি স্বার্থ রক্ষার্থে বিজ্ঞ সরকারি কৌঁসুলীর মাধ্যমে আদালতে উপস্থাপনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

 

০১(এক) মাস

 

 

 

 


Current Project

প্রয়োজ্য নয়।


Duties

১।  সরকারী সম্পত্তি সংক্রান্ত দেওয়ানী মামলা পরিচালনা যাবতীয় কার্যক্রম

২।  দেওয়ানী মামলার রিপোর্টরির্টান প্রেরণ

৩।  জি.পি./ এ.জি.পিগণেরফি– বিলসংক্রান্ত

৪।  উচ্ছেদ মামলা সংক্রান্ত

৫।  ভূ- সম্পত্তিজবর-দখলসংক্রান্তকার্যক্রম

৬।  অবমূল্যায়ন মামলা সংক্রান্ত

৭।  আমমোক্তারনামা প্রমাণিত করণ

৮।  মালিকানা বিহীনসম্পত্তিলা- ওয়ারিশ ঘোষনা সংক্রান্ত


Contact
ভারপ্রাপ্ত কর্মকর্তারেভিনিউ মুন্সিখানা শাখা,কক্ষ নং- ৩১৮ফোনঃ ০৫২১-৫৫৯৮৪
Staffs