দেশের বিভিন্ন স্থানের সাথে রংপুরের যোগাযোগ ব্যবস্থা খুব ভাল। পূর্বের তুলনায় এ জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এখানে মোট পাকা রাস্তা ৮২০.১৯ কিঃমিঃ, আধাপাকা রাস্তা ১২১.৬ কিঃমিঃ এবং কাঁচা রাস্তা ২২৩৭.৪৭ কিঃমিঃ। এছাড়া, এ জেলায় ১৭৮ কিঃমি রেলপথ রয়েছে।
সওজ, রংপুরের অধীন সড়কপথঃ
মোট পাকা সড়কের পরিমাণ : ৪৪১.৭৯১ কিঃমিঃ
মহাসড়কের উপর মোট সেতু : ৬৫ টি
সবচেয়ে বড় সড়ক সেতুঃ দৈর্ঘ্য-১৫৪.২০ মিঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS