রংপুর শহরে রাধাবল্লভ মৌজায় ৫ একর জমির উপর অবস্থিত রংপুর কালেক্টরেট মাঠ যাতে দক্ষিণে ক্রিকেট গার্ডেন ও উত্তরে ক্রিকেট গার্ডেন অবস্থিত। উদ্যানের মধ্যস্থলে সুরভী উদ্যান অবস্থিত। বর্তমানে উদ্যানে আনুমানিক ৫ থেকে ৬ শত বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে। এ সকল বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য হলো আকাশমনি, দেবদারু, নিম, নাগেশ্বর, পাম, রাবার, জাম ইত্যাদি। এছাড়া বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে।
উদ্যানের উত্তর প্রান্তে একটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬৩ ফুট প্রস্থ একটি পুকুর রয়েছে।
১৯৯০ সালে এর ভিত্তি প্রস্ত্তর স্থাপন করেন জেলা প্রশাসক জনাব এ এস এম মোবাইদুল ইসলাম।
১৯৯৮ সালে বৃক্ষরোপন ও শ্রীবৃদ্ধি করেন জেলা প্রশাসক জনাব মোয়াজ্জেম হোসেন।
২০১৪ সালের জানুয়ারী মাসে এর প্রধান ফটক নির্মাণ করেন ও এতে খেলার সামগ্রী সংযোজন করেন জেলা প্রশাসক জনাব ফরিদ আহাম্মদ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS