Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেকর্ডরুম শাখা, রংপুর
Details

তথ্য আপলোডের কাজ চলছে।


Citizen Service

ক) আবেদন জরুরি  ২০/-  (সময়ঃ ০৩ দিন)

খ) আবেদন সাধারণ ১০/-  (সময়ঃ ০৭ দিন)

গ) মামলার সার্টিফাইড কপি, প্রত্যায়িত নকল, জন্ম-মৃত্যু প্রত্যায়িত নকল

v      আর,এস/সি,এস/এস,এ ভলিয়্যুম বহি সংরক্ষণ।

v      ফৌঃ কাঃ বিঃ ১০৭/১৪৪ ধারাসহ অন্যান্য মামলার নথি সংরক্ষণ।

v      বিভিন্ন রক্ষিত নথির জাবেদা নকল সরবরাহ।

১। ই-সেবার মাধ্যমে-সিএস/এস,এ/দিয়া/আরএস খতিয়ানের আবেদন গ্রহণ, জাবেদা প্রস্তুত ও সরবরাহ বিষয়ক কার্যাদি

২। ৯০১ নং ফরমের মাধ্যমে প্রাপ্ত নথি সমূহের (জেলা পর্যায়ের নথি; যেমন-সার্টিফিকেট কেস/মিস কেস/মিস আপীল কেস/বিনিময় কেস/সিএ রোল/এইচও কেস/ভিপি কেস/এলএ কেস/এলটি কেস/উচ্ছেদ কেস এর) আবেদন গ্রহন,জাবেদা নকল প্রস্তুত ও সরবরাহ বিষয়ক কার্যাদি

৩। ৮৭৪ নং ফরমের মাধ্যমে প্রাপ্ত জুডিশিয়াল মামলার নথি সমূহের জাবেদা প্রস্তুত করণ ও জাবেদা সরবরাহ করণ।

৪। ৯০০ নং ফরমের মাধ্যমে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে চাহিত তথ্য সরবরাহ বিষয়ক কার্যাদি।


Current Project

তথ্য আপলোডের কাজ চলছে।


Duties

১। সরকারী স্বার্থে বিনা খরচায় খতিয়ানের জাবেদা নকল সরবরাহ বিষয়ক কার্যাদি

২। বিনা খরচায় জুডিশিয়াল নথির জাবেদা নকল সরবরাহ বিষয়ক কার্যাদি 

৩। জাবেদা নকল সরবরাহ সংক্রান্ত তথ্যাদি (যেমন- প্রাপ্ত আবেদনের সংখ্যা, জাবেদা নকল সরবরাহের সংখ্যা, কোর্টফি সংক্রান্ত ) প্রেরন বিষয়ক কার্যাদি

৪। গেজেট প্রকাশিত মৌজার মুদ্রিত খতিয়ান বাঁধাই ভলিয়্যূম, অবিক্রিত খতিয়ান, নক্সা ও আনুসাঙ্গিক নথিপত্র গ্রহণ ও সংশ্লিষ্ট অফিসে বিতরণ বিষয়ক কার্যাদি।

৫। সিএস/এসএ/দিয়ারা/আরএস নকল সরবরাহ করণ বিষয়ক কার্যাদি

৬। “২০১২-২০১৩ ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ (১ম পর্যায়েঃ বিদ্যমান মৌজা ম্যাপস এবং খতিয়ান সমূহের কম্পিউটারাইজেশন)” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কার্যাদি


Contact
ভারপ্রাপ্ত কর্মকর্তারেকর্ডরুম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরফোনঃ ০৫২১৬৩১৯১
Law & Policy