Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ব্র্যান্ডিং

Details

শতরঞ্জি মূলত সুতা, নারকেলের আশ, মখমল ইত্যাদি দিয়ে উৎপাদিত এক ধরনের গৃহ সজ্জার সামগ্রী। এটি ডিজাইন, নকশা ও রঙের বিন্যাস ভেদে হাতিপায়া, সুতাকাটি, জাফ্রি, ইটকাটি, লাটাই ইত্যাদি নামের হয়ে থাকে।এটি কার্পেটের চেয়ে তুলনামূলক হাল্কা, সস্তা ও সহজে পরিস্কারযোগ্য। এটি বিভিন্ন ক্যালিগ্রাফী মোটিফ আর বিবিধ নকশায় হয়ে থাকে। উল্লেখ্য উদ্ভাবকালীন সময়ে কারুশিল্পীরা ছিলেন পুরুষ এবং অভিজাত পরিবার ভেদে তারা বিভিন্ন আকার আকৃতির শতরঞ্জি তৈরী করতেন।