শতরঞ্জি মূলত সুতা, নারকেলের আশ, মখমল ইত্যাদি দিয়ে উৎপাদিত এক ধরনের গৃহ সজ্জার সামগ্রী। এটি ডিজাইন, নকশা ও রঙের বিন্যাস ভেদে হাতিপায়া, সুতাকাটি, জাফ্রি, ইটকাটি, লাটাই ইত্যাদি নামের হয়ে থাকে।এটি কার্পেটের চেয়ে তুলনামূলক হাল্কা, সস্তা ও সহজে পরিস্কারযোগ্য। এটি বিভিন্ন ক্যালিগ্রাফী মোটিফ আর বিবিধ নকশায় হয়ে থাকে। উল্লেখ্য উদ্ভাবকালীন সময়ে কারুশিল্পীরা ছিলেন পুরুষ এবং অভিজাত পরিবার ভেদে তারা বিভিন্ন আকার আকৃতির শতরঞ্জি তৈরী করতেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS