Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Notice for participation in the competition to make a one-minute long video on “Bangabandhu in my eyes”.
Details

বিজ্ঞপ্তি


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও দর্শনকে উপজীব্য করে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সকল স্কুল-কলেজ ও তদুর্ধ্ব পর্যায়ের ছাত্র/ছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল; (ক গ্রুপ- প্রাথমিক ও সমপর্যায়, খ গ্রুপ- মাধ্যমিক ও সমপর্যায় এবং গ গ্রুপ- উচ্চ মাধ্যমিক ও সমপর্যায় ও তদূর্ধ্ব)

 

প্রতিযোগিতার নিয়মাবলী


(ক) ভিডিও ধারণের ক্ষেত্রে যেকোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে;

(খ) মোবাইলে ভিডিওটি ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:৯ অনুপাত) করতে হবে;

(গ) ভিডিও ধারণের সময় স্থির ভিডিও পেতে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা সব থেকে সুবিধাজনক;

(ঘ) ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) বাদ দিতে হবে; ভিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে;

(ঙ) কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার থেকে বিরত থাকতে হবে;

(চ) ভিডিওটির ব্যাপ্তি সর্বোচ্চ ০১ মিনিট হতে হবে; বাংলা ভাষায় ভিডিও চিত্র নির্মাণ করতে হবে;

(ছ) ভিডিও সম্পাদনার সময় লক্ষ্য রাখতে হবে, যেন দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়; ভিডিওর মধ্যে প্রতিযোগীর নামশ্রেণিপ্রতিষ্ঠানের নামউপজেলার নাম এবং মোবাইল নম্বর দিতে হবে;

(জ) দলীয় ভিডিওর ক্ষেত্রে সদস্য সংখ্যা ৫ জনের বেশি হতে পারবে না। এক্ষেত্রে পুরস্কারের অর্থ সমহারে সদস্যদের মাঝে বন্টন করা হবে।

(ঝ) রংপুর সদর উপজেলা ও মহানগর অঞ্চলের ভিডিও সমূহ ইমেইলঃ doictrangpursadar@gmail.com১৪ আগস্ট ২০২৪খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে ড্রাইভ লিংকের এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে;

(ঞ) ভিডিও নির্মাণ সংক্রান্ত যেকোন পরামর্শ বা সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অথবা সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর, রংপুর সদর, রংপুর এর সাথে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল: ০১৫৩৪৩৬৮৮৩২; ই-মেইল: doictrangpursadar@gmail.com

 (ট) YouTube Link: www.youtube.com/@AmarChokhe_Bangabandhu এ নমুনা ভিডিও আপলোড করা আছে। লিংক থেকে ধারণা নেওয়া যাবে, তবে ইউটিউবে আপলোড করা ভিডিওর প্রতিরূপ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

Publish Date
16/07/2024
Archieve Date
30/07/2025